সিসি নিউজ ডেস্ক ।। কুষ্টিয়া থেকে ঢাকাগামী নৈশ কোচে যাত্রীবেশে ডাকাতি পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডাক্তার রেহেনা পারভীন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধর্ষণের আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে ভোরে নৈশকোচে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজা মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় যাত্রীদের কাছ থেকে লুন্ঠিত তিনটি মোবাইল তার ঘর থেকে উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে ঈগল পরিবহনের একটি কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ৩০-৩৫ যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে যাত্রীবেশে বাসে ডাকাত দল উঠে প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং লুটের পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ডাকাতদল বাসটি ঘুরিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের সামনে ফেলে রেখে নেমে যায়।