• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

জয়পুরহাটে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে পূর্ব শত্রুতার জেরে মৎসচাষীর লীজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূবৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে দূবৃত্তরা বিষ প্রয়োগ করলে শনিবার সকালে ওই পুকুরে মাছগুলো ভেসে ওঠে। এ ঘটনা উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের লিজানি নামক পুকুরে ঘটেছে। এ ব্যাপারে পুকুরের মালিক সাজেদুল ইসলাম শহিদুল কালাই থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী বিয়ালা গ্রামের বাসিন্দ ও স্থানীয় মৎস চাষীা সাজেদুল ইসলাম শহিদুল অভিযোগ করেন, উপজেলার মাত্রাই ইউনিয়নের গত এক বছর আগে পার্বতীপুর গ্রামের জনৈক্য আশরাফুল ইসলামের নিকট থেকে তিনি প্রায় ৬ বিঘা আয়তনের পুকুরটি তিন বছর মেয়াদে ভাড়া নেন। সেই পুকুরে তিনি রুই, কাতলা, শিং, মাগুরসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেন। এতে নিজের জমানো অর্থ, বিভিন্ন জনের কাছে ধার দেনাসহ স্ত্রীর গহনা বিক্রি করে প্রায় প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। এই মেয়াদের মধ্যে খরচ বাদ দিলেও তার সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা লাভ হতো। ‘ কিন্তু দূবর্ৃৃত্তরা পুকুরে বিষ দিয়ে আমার যে সর্বনাশ করেছে তা কি ভাবে পুষিয়ে নেব, আর ঋনের টাকাই বা কিভাবে শোধ দিব ?’ কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ফেলেন অসহায় মৎসচাষী শহিদুল।

তিনি বলেন, ইতোমধ্যে মাছগুলো দেড় কেজি থেকে দুই কেজি ওজনের হয়েছে। এরইমধ্যে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে কে বা কাহারা ওই পুকুরে বিষ প্রয়োগ করেন। ফলে পুকুরের মাছগুলো মরে গিয়ে শনিবার সকালে ভেসে ওঠে। সকালে পুকুরটিতে মরা মাছগুলা দেখে স্থানীয়রা মৎস চাষী শহিদুলকে খবর দেন। তিনি, তার স্বজনসহ স্থানীয়রা পুকুর থেকে মরাগুলো পুকুর পাড়ে তোলেন। মরা মাছগুলো ওজন করে প্রায় ১০০ মন হয়েছে বলে তিনি জানান।

একই গ্রামের জেলে অনিল চন্দ্র জানান, ‘ বর্তমান বাজার দর অনুযায়ী পাইকারী মূল্যে প্রতি কেজি মাছ দেড়’শ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রায় ১০০ মন মাছের মূল্য আনুমানিক প্রায় ৬ লাখ টাকা হবে।’

স্থানীয় ইউপি সদস্য নূর নবী মন্ডল বলেন, ‘ মানুষের সাথে মানুষর শত্রুতা থাকতেই পারে। তাই বলে কি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে অসহায় মৎসচাষীকে বিপদে ফেলতে হবে ? আমরা এর বিচারসহ দোষীদের খুঁেজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ মৎসচাষীর উপযুক্ত ক্ষতিপূরনও দাবী করছি।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ