• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন |

নীলফামারীতে উন্নয়ন ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারী জেলার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে চিলাহাটি স্থলবন্দর, ইমিগ্রেশন কেন্দ্র চালু ও উত্তরা ইপিজেডে কন্টিনার ডিপো স্থাপনের দাবি জানালেন জেলার বিশিষ্টজনেরা।

সোমবার বেলা ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতায়নে অনুষ্ঠিত জেলার উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। জেলা প্রশাসন আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কমিশনার মো. সাবিরুল ইসলাম।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারি পাইলট প্রমুখ। সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুধি সমাজের প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহন করেন ওই সভায়।

দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন সম্ভাবনা এবং সমস্যা তুলে ধরেন অংশগ্রহনকারীরা। জেলার উন্নয়নে দ্রুত চিলাহাটি স্থলবন্দরে কার্যক্রম এবং চিলাহাটি-হলদিবাড়ি পথে ভারত বাংলাদেশের মধ্যে মানুষ চলাচলের জন্য ইমিগ্রেশন চালুর দাবি উঠে। সম্প্রতি ওই পথে সংযুক্ত হওয়া রেলপথ দিয়ে নিউজলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস নামে একটি আন্তদেশীয় যাত্রীবাহি ট্রেনসহ পন্যবাহী ট্রেন চলাচল করছে। চিলাহাটি স্টেশন যাত্রী উঠা-নামার ব্যবস্থা গ্রহনের দাবি উঠে এসময়।

এছাড়া জেলার উত্তরা ইপিজেডে কন্টিনার ডিপো, আইসিটি পার্ক, মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস, নীলফামারী সরকারি কলেজ এবং নীলফামারী মহিলা সরকারি কলেজে ছাত্রীনিবাস নির্মানের দাবি উঠে সভায়।

শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম জেলার উন্নয়ন সম্ভাবনাগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনে আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ