• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন |

মৌসুমের প্রথম দ্বিশতক শুভ’র

Suvoঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চলতি মৌসুমের প্রথম দ্বিশতক হাঁকিয়েছেন জাতীয় দলের নবাগত ক্রিকেটার শামসুর রহমান শুভ। সোমবার বিসেএসপির ২ নম্বর মাঠে ওয়ালটন সেস্ট্রাল জোনের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ২২৯ রান করে এখনও অপরাজিত আছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬০ বল খেলে ২৪ টি বাউন্ডারি ও সাত ছক্কায় এ রান করেন তিনি।

বিসিএলের দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শামসুর রহমান শুভর দ্বিশতকের ওপর ভর করে রিপোর্ট খেলা পর্যন্ত ৬ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। শামসুর রহমান ২২৯ ও ইলিয়াস সানী ৩২ রানে ক্রিজে ছিলেন।

জাতীয় দলের ২৫ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান বেশ কয়েক বছর ধরেই দেশের প্রথম শ্রেনীর ক্রিকেটে দারুণ সাফল্য পেয়ে যাচ্ছেন। ২০০৯-এর টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০১০-এ ইংল্যান্ডের সঙ্গে সিরিজে দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ মেলেনি। এরপর সমসাময়িক অনেকের অভিষেক হলেও শামসুর রহমান শুভর জাতীয় দলে অভিষেক দীর্ঘায়িত হতেই থাকে।

শেষ পর্যন্ত নিজেকে সেরা প্রমাণ করেই গত বছর ২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। বছরের শুরুতে মার্চে শ্রীলঙ্কা সফরে তামিম ইকবালের পরিবর্তে টি-টোয়েন্টিতে প্রথম অভিষেক তার। সে বছরেই অক্টোবরে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন তিনি।

এখন পর্যন্ত দুটি ওয়ানডে ম্যাচ খেলে ১২১ রান করেন তিনি। এছাড়া চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শামসুর রহমান। তবে দেশের প্রথম শ্রেনীর ক্রিকেটে এখন পর্যন্ত ৬৪ ম্যাচ খেলে তিন হাজার ৫শত ৪৬ রান করেছেন তিনি। এর মধ্যে ৫টি শতক ও ২৪টি অর্ধশতক রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ