• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন |

১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন

ECঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পর এবার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১০২টি উপজেলা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে কমিশন। সে হিসেবে ১৯ ফেব্রুয়ারি এসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ২৫ জানুয়ারি রিটানিং কর্মকতার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৭ জানুয়ারি বাছাই ও ৩ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।
এর আগে সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত এ তফসিল নিয়ে দফায় দফায় বৈঠক করে নির্বাচন কমিশন।
সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিকে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের চিন্তা ভাবনা চলছে। প্রথম দফায় ১১৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে এ নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে।
কমিশনের হিসেব অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৪৮ জেলার ১১৩টি, মার্চে ৫৯ জেলার ২২১টি, এপ্রিলে ২৬ জেলার ৩৬টি এবং মে মাসে ৩৫টি জেলার ৮৬টি উপজেলাসহ জুন-জুলাই মাসেও বেশ কিছু উপজেলার মেয়াদ শেষ হচ্ছে।
প্রসঙ্গত, শপথগ্রহণের পর প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হয়। এ কারণে ভিন্ন ভিন্ন সময়ে এসব উপজেলা নির্বাচনের সময়সীমা শেষ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ