• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন |

সহসাই ফের গ্রহণযোগ্য নির্বাচন: এরশাদ

Arsad-3ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, সহসাই ফের গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্ততি নিন। একই সঙ্গে উপজেলা নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে। উপজেলা নির্বাচনে আর কাউকে ছাড় দেয়া হবে না।

সোমবার সংরক্ষিত মহিলা আসনে আগ্রহীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিকে উপজেলা নির্বাচনে দলগতভাবে প্রার্থী মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এক্ষেত্রে পার্টির তহবিলে টাকা জমা দিয়ে ফরম কেনার জন্য মনোনয়ন প্রত্যাশীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। যদিও স্থানীয় সরকার নির্বাচন হিসেবে উপজেলায় দলীয় প্রার্থী মনোনয়নের সুযোগ নেই গণপ্রতিনিধিত্ব আদেশে।

তবে উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে আগামী ২২ ও ২৩শে জানুয়ারি আবেদনপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টির ৬৬ কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র সংগ্রহ করতে চেয়ারম্যান প্রার্থীর জন্য পার্টি তহবিলে তিন হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর দুই হাজার টাকা করে পার্টি তহবিলে জমা দিতে হবে।

২৩ জানুয়ারি বিকেলেই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জাপার অফিস সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ