• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন |

নাগেশ্বরীতে নকল ইংরেজি গ্রামার বই উদ্ধার

Nageswari Photo 25.01.2014 (book News)নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীর আদর্শ লাইব্রেরী থেকে বিপুল পরিমাণ নকল ইংরেজি গ্রামার বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বাসস্ট্যান্ড এলাকার আদর্শ লাইব্রেরীতে এসআই ফরিদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় সহকারী অধ্যাপক জালাল উদ্দিনের লেখা বুক ফেয়ার পাবলিকেশন থেকে প্রকাশিত ‘কন্টেক্স্টচ্যুয়াল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের নকল প্রিন্টকৃত বিপুল সংখ্যক বই উদ্ধার করা হয়।
লেখক জালাল উদ্দিন জানান, আমার লেখা বই আদর্শ লাইব্রেরীর মালিক সোলায়মান আলীকে এজেন্সি দেই। তার কাছে ৪শত বই দেয়া হয়। কিন্তু আমার দেয়া বই বিক্রি না করে নকল বই প্রিন্ট করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করে। সরবরাহকৃত বইয়ের সংখ্যা প্রায় কয়েক হাজার। নকলের ব্যাপারটি সঠিকভাবে জেনে আমি থানায় অভিযোগ করি। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়।
এসআই ফরিদ জানান, লেখক জালালের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। বই উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
নাগেশ্বরী থানার ওসি আব্দুর রশিদ জানান, বইটির প্রকাশকের অভিযোগের ভিত্তিতে বই উদ্ধার করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ