• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন |

সিএলপি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা

NAGESWARI PIC=26.01নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশ সিএলপি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের কার্যক্রম চর জীবিকায়ন কর্মসূচীতে স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যম চরবাসীর জীবনমান উন্নয়নের জন্য বেসরকারি সংস্থার ভূমিকা ও কর্ম পরিকল্পনা তৈরীর লক্ষে আরডিআরএস, আরএসডিএ, এমজেএসকেএস, সলিডারিটি, জীবিকা, এইড কুমিল্লা ও বিডিএসসিকে অবহিত করার লক্ষ্যে কুড়িগ্রাম টিডিএইচ এর ট্রেনিং রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপী কর্মসূচির শুভ সুচনা করেন সিএলপির এইচডি কো-অর্ডিনেটর জহুরা বেগম। এছাড়াও সিএলপির ডিএসডিএম মাহাবুবুল আলম ও ওয়াশ স্পেশালিষ্ট সঞ্জন কুমার বড়–য়া এবং ৭টি সহযোগী সংস্থার সিডিএস ও সিডিওগন উপস্থিত ছিলেন। সভায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর হাইজিন আকলিমা খাতুন, কো-অর্ডিনেটর মনিটরিং ও ডকুমেন্টেশন ইয়াকুব আলী ও কুড়িগ্রামে কর্মরত প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর সকল প্রকল্প কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ