• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন |

নিঃসন্তান দম্পতিদের দুঃখ দূর করবে রোবট!

kirobo-miniপ্রযুক্তি ডেস্ক: যেসব দম্পতিরা নিঃসন্তান এবার তাদের আর চিন্তার কিছু নেই। কারণ জাপানের অটোমোবাইল সংস্থা টয়োটা তৈরি করেছে এমন এক রোবট যা নিঃসন্তান দম্পতিদের কষ্ট দূর করবে। এই রোবটের নাম দেওয়া হয়েছে ‘কিরোবো মিনি’। নিঃসন্তান দম্পতিদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই রোবট। কিরোবো মিনির চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার ফুমিনোরি কাতাওকা বলেন, রোবটটিকে কোলে তুলে নিলে সেটি হালকা কাঁপবে। ছোট বাচ্চাদের মতোই বসে থাকতে পারবে। বাচ্চাদের মতোই বসতে গিয়ে পড়ে যাবে রোবটটি। কারণ এর ভারসাম্য রাখার ক্ষমতা সীমিত করা হয়েছে। ছোট বাচ্চাদের মতোই মনে হবে এসব রোবটকে। মানসিকভাবেও এর সঙ্গে  রিলেট হতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। রোবটটি বাচ্চাদের মতো স্বরে কথা বলতে পারে। রোবটটির দাম করা হয়েছে ৩৯২ ডলার। আগামী বছর থেকে জাপানে বিক্রি শুরু হবে কিরোবো মিনি রোবটের। এরকম আরও কিছু বাচ্চা রোবট নিয়ে কাজ করছে টয়োটা। রোবট জিবো সেরকমই একটি। যার ডিজাইন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ