• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন |

প্রস্তুত মেলা প্রাঙ্গন: পরিদর্শনে দুই মন্ত্রি

মোহাম্মদ সাইফ, ঢাকা: আগামী ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। প্রকাশকেরা স্টল বুঝে পেয়েছেন।এইবার সর্বমোট ১৫০ টি স্টল বুঝে পেয়েছে প্রকাশকেরা। স্টল সজ্জার কাজও শুরু করেছেন তারা। এখন চলছে স্টল তৈরির কাজ।স্টল তৈরির কাজ সম্পর্কে মেলা প্রাঙ্গনে শিকর প্রকাশনীর দীপ বাবুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,”তারা যথা সময়ের মাঝে কাজ সমাপ্ত করে ফেলবেন,আগামী পহেলা ফেব্রুয়ারির মাঝে স্টল প্রস্তুত হয়ে যাবে”।

এই বেপারে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির পরিচারক জনাব মিজানুর রহমান সরদার সি সি নিউজকে জানান”আমাদের প্রস্তুতি শেষের দিকে,আশা করি মেলার প্রথম দিন থেকেই পাঠকদের হাতে বই তুলে দিতে পারব।”
একই দিন শুরু হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। যেখানে ছয় দেশের কবি-সাহিত্যিকদের মিলনমেলা বসবে।
মেলার মূল প্রাঙ্গণ—বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান।
বাংলা একাডেমী প্রাঙ্গনে স্টল পেয়েছেন বিভিন্ন শিশু প্রকাশনা,বিভিন্ন কবি সাহিত্যিকগনের স্টল,বিভিন্ন অনলাইন প্রকাশনা ওখাবারের দোকান গুলো।এবং পুস্তক প্রকাশকেরা সবাই স্টল পেয়েছেন সোহরাওয়ার্দীউদ্যান অংশে।সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো বাংলা একাডেমীতে হলেও প্রকাশনা স্টলগুলো সোহরাওয়ার্দীউদ্যানে হওয়ায় মেলার সব আকর্ষণ থাকবে ওই অংশেই।
 প্রতিদিন বিকেল ৩.০০ ঘটিকায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত।এবং ছুটির দিন তা বেলা ১১.০০ টায় শুরু হয়ে চলবে রাত ৮.০০ টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার মেলার প্রস্তুতি দেখতে আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলার বর্তমান সার্বিক প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই মন্ত্রীই। বলেছেন, এবারের মেলা অন্যবারের তুলনায় আরও সুশৃঙ্খল হবে। দুই মন্ত্রীর মেলার প্রস্তুতি পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনীর সভাপতি মাজহারুল ইসলাম।
মেলা মাঠ পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত আমরা খুশি। সামনে যেকোনো রকমের প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মেলার মাঠ ঘুরে আমি এটুকু বলতে পারি এবার মেলা বেশ গোছানো হবে। সোহরাওয়ার্দী উদ্যানের অংশেও খাবার দোকানের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি নান্দনিক দিক থেকেও এবারের মেলাটি ভিন্ন রকম হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ