• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন |

চিলমারীতে সরকারী ভবনে উত্তোলিত হয়নি জাতীয় পতাকা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারী, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে সরকারি নির্দেশনা অমান্য করে কিছু কিছু প্রতিষ্ঠানে ‘একুশে ফেব্রুয়ারী’ জাতীয় পতাকা উত্তোলিত করা হয়নি। এঘটনায় মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী সাধারন মানুষের মনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস (সময় বেলা ১১টা) সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী অফিস কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সকল সরকারী, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার সরকারী নির্দেশনা থাকলেও বেশকিছু প্রতিষ্ঠানে এসব সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। পতাকা উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বলেন আমরা মনে করেছিলাম পরিষদ ভবনে শুধু উপজেলা নির্বাহী কর্তকর্তার অফিস ভবনে উত্তোলন করলেও চলবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ বলেন, জাতীয় দিবসসমূহ জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোন প্রতিষ্ঠান সরকারি নিদের্শনা ভঙ্গ করলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে বিষয়টিকে ঘিরে মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া অনেকে দোষিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ারও দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ