• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন |

বনপা’র দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশন গঠন

সিসি নিউজ: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র দ্বি-বার্ষিক -২০১৭ নির্বাচন পরিচালনার জন্য বনপা’র কেন্দ্রীয় নীতি নির্ধারণ কমিটির অনুমোদন ক্রমে  বাংলাদেশের গুরুত্ব পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট বনপা’র “নির্বাচন কমিশন”গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন পানি উন্নয়ণ বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মসিহ-উর রহমান। নির্বাচন কমিশনার রয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড. জানে আলম রাবিদ, সুপ্রিমকোর্ট অফ বাংলাদেশ এর এ্যাডভোকেট সালেহা বেগম শিল্পী, এ্যাডভোকেট আহাম্মদ উল্লাহ্ আমান ও এ্যাডভোকেট সঞ্জয় কুমার কুন্ডু।

উল্লেখ্য বনপা’র নির্বাচন কমিশনার গঠনের জন্য বনপার সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও যুগ্ম-সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনিকে নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জন ব্যক্তির প্যানেল তৈরীর দায়িত্ব দেয়া হয়েছিল । তাঁরা সম্মিলিত ভাবে বাংলাদেশের গুরুত্ব পূর্ণ ১০ জন ব্যক্তির নাম প্রস্তাব করেন। ঐ  বাংলাদেশের গুরুত্ব পূর্ণ ১০ জন ব্যক্তির নাম থেকে বনপা’র কেন্দ্রীয় নীতি নির্ধারণ কমিটির অনুমোদন ক্রমে  ৫ সদস্য বিশিষ্ট বনপা’র “নির্বাচন কমিশন”গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ