• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন |

২৩ মার্চ গণতন্ত্র পূনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষা দিবস পালন করুন- প্রধান

দিনাজপুর প্রতিনিধি: ২০ দলীয় জোটের শরীক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ৭১ এর ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসকে মুক্তিযদ্ধের চেতনায় পালনের জন্য দলীয় নেতাকর্মীদের ও দিনাজপুরবাসির প্রতি আহবান জানিয়েছেন। স্বাধীনতা অর্জনের মত স্বাধীনতা রক্ষাও একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের আকাশে শুকুনের ছোঁয়া, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র বুটের তলায় পিষ্ঠ লাখো মানুষের রক্তে কেনা। স্বাধীন দেশের মানুষদের গোলাম বানিয়ে রাখা হয়েছে। ২০১৭ সালের ২৩ মার্চকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা গণতন্ত্র পনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষা দিবস হিসেবে পালন করবে।
দিনাজপুরে তিন দিনব্যাপী গণসংযোগ সফর শেষে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বাহাদুর বাজারস্থ দিনাজপুর জেলা জাগপার অস্থায়ী কার্যালয়ে জেলা জাগপা, যুব জাগপা, জাগপা ছাত্রলীগের যৌথ প্রতিনিধি সভায় শফিউল আলম প্রধান এসব কথা বলেন।
স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখার অঙ্গিকার নিয়ে ২৩ মার্চ প্রচার, র‌্যালি ও জনসমাবেশের কর্মসূচী নেয়া হয়েছে। সভায় ঐক্যমতের ভিত্তিতে জেলা জাগপা নেতা রকিব উদ্দীন চৌধুরী মুন্নাকে আহবায়ক, এ্যাড. নুরুন্নবীকে যুগ্ম আহবায়ক ও শাহজাহান খোকনকে সদস্য সচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন- আব্দুর রহমান, মাহবুব আলম ননী, ইশতিয়াকুল আলম, ওয়ামিক আলভি তুহিন, মো. মাসুদ রানা চৌধুরী, মো. মকবুল হোসেন, মো. আবুল কাসেম, অরুন কুমার মোহন্ত, মো. খলিলুর রহমান, মো. নুর ইসলাম, মো. আব্রাউর হোসেন, মো. আলী হোসেন, মো. ফরিদুদ্দীন, শ্রী মানিক চন্দ্র রায়, জাকির হোসেন, মো. মসিউর রহমান, শাহিনুর রহমান, সৈয়দ ইমরুল কায়েস রুপম, মো. রফিকুল ইসলাম, মাসুদ পারভেজ, মেহেদী হাসান, আবিদ হোসেন চুন্নু, মাজেদুর রহমান মাজেদ, আসাদুজ্জামান বুলেট, রাজু আহম্মেদ, সোহাগ, রইসুল ইসলাম, তারেক আহম্মেদ সোহেল, আবুল হোসেন খোকন, মো. রুবেল ইসলাম, আবু হোসেন সরকার, শফিকুল ইসলাম শফিক, রশিদুল ইসলাম প্রিন্স, মো. আল আমিন ও মো. মঞ্জুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ