• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন |

পাঁচবিবির বাগজানা প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপ্রতি উৎযাপন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: শতাধিক বছর ধরে যোগাযোগ নেই এমন বন্ধু ও সহপাঠীদের সাথে দেখা, আবার সেই পুরোনো আড্ডা। জীবনে দীর্ঘ পথচলায় বয়সের ভারে ন্যুয়ে পরার পরও আবার যেন সেই তরুন বয়সে ফিরে যাওয়া। এর মজাটাই যেনো অন্যরকম। বয়সে সকলেই বৃদ্ধ হলেও সেই ছাত্রজীবনের স্মৃতি নিয়ে মিলে-মিশে একাকার হয়েছিলো জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ বছর ও
বাগজানা দ্বি-মুখি উচ্চ উচ্চ বিদ্যালয়ে ৫১ বছর পুর্তি অনুষ্ঠানে  শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ বছর ও বাগজানা দ্বি-মুখি উচ্চ উচ্চ বিদ্যালয়ে ৫১ বছর পুর্তিতে  জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়য়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের এমপি অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বাগজানা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হাকিমপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যন্নাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবির, নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস, ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য আরিফ হোসেন প্রমুখ। পরে স্কুল মাঠে শিক্ষার্থীরা নাচ গান ও ডিসপ্লে প্রদর্শন করেন, ঢাকা থেকে আগত এক দল তারকা শিল্পীদের অংশ গ্রহনে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ