• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন |

আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশগ্রহণের জন্য প্রস্তুত বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে তাকে অনাপত্তিপত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল তিনি ভারতের উদ্দেশে রওনা হবেন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তার ভিসা প্রসেসিং চলছে। সময়মত ভিসার সব কাগজপত্র পেলে ১১ এপ্রিল সে ঢাকা ছাড়তে পারবে। ফলে ১২ এপ্রিল হায়দ্রাবাদের ম্যাচে অংশ নিতেও কোনো সমস্যা হবে না তার।’

শ্রীলঙ্কা সফরেই মুস্তাফিজ জানিয়েছিলেন, বোর্ড যদি আইপিএল খেলার অনুমতি দেয়, তাহলেই শুধু তিনি খেলবেন। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ফিট থাকলে অবশ্যই মুস্তাফিজকে খেলার অনুমতি দেওয়া হবে।

এদিকে আগেই ছাড়পত্র পেয়ে শ্রীলঙ্কা থেকেই আইপিএল খেলতে ভারত পৌঁছে গেছেন সাকিব আল হাসান।

প্রসঙ্গত, গত আসরে প্রথমবারের মত আইপিএলে অংশ নেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তিনি নিয়েছিলেন ১৭ উইকেট। আর তার দল সানরাইজার্স হায়দরাবাদই চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে এবারও কাটার মাস্টারকে ছাড়েনি হায়দরাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ