• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন |

আইপিএল মাতাতে মোস্তাফিজের ঢাকা ত্যাগ

খেলাধুলা ডেস্ক: জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলতে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন টাইগার পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার বিকেল ৫টায় ফ্লাইট হলেও আগেভাগেই যাত্রা করেছেন বিমানবন্দরের উদ্দেশে। হায়দারাবাদের পাঠানো কিটস পৌঁছে গেছে বিমানবন্দরে। তারপরও বাংলাদেশ দলের কিটস সঙ্গে নিয়েই রওনা হলেন কাটার মাস্টার। বলে গেলেন, গত আসরের চেয়েও ভালো করার লক্ষ্যের কথা।

কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মুম্বাই পৌঁছার কথা ফিজের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুধবার হায়দারবাদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাঁহাতি টাইগার পেসারের।

মঙ্গলবার দুপুরে মিরপুরের বিসিবি একাডেমি ভবন থেকে রওনা হওয়া মোস্তাফিজ জানালেন, ‘গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল করতে পারি।’

আইপিএলের গত আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তুলে নেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। সেবার কিছুটা অস্বস্তি নিয়েই খেলতে গিয়েছিলেন। সবকিছুই ছিল অচেনা। ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন সবার সঙ্গে।

এবার যদিও অস্বস্তির ব্যাপার তেমন নেই। কোচ-অধিনায়ক সবার সঙ্গেই বেশ সখ্যতা হয়েছে ফিজের। ভারত যাত্রার আগে মোস্তাফিজের কণ্ঠে তাই বাড়তি আত্মবিশ্বাস ঝরল, ‘প্রথমবার সবই ছিল অচেনা। এবার তো প্লেয়ার, ড্রেসিংরুম, মাঠ, সবই চেনা। এবার আরো সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে সেরা পারফরম্যান্স করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ