• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন |

ক্ষেতলাল পৌরসভা ও ১৯ ইউনিয়নে আ.লীগের প্রার্থী ঘোষণা

ঢাকা: আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আগামী ২৩ মে অনুষ্ঠেয় ১৯ ইউনিয়ন পরিষদ ও এক পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাতে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

তালিকা অনুযায়ী- গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে দিনেশ চন্দ্র রায়, বগুড়ার কাহালু উপজেলার কাহালু দূর্গাপুর ইউনিয়নে মো. বদরুজ্জামান খান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে মো. এনামুল হক বাবলু, ধুবইল ইউনিয়নে মো. মাহাবুর রহমান, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন, কালিয়া পাঁচগ্রাম ইউনিয়নে মো. জহুরুল হক মোল্যা, বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে মো. ছরোয়ার হোসেন, মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নে মাহে আলম, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে মো. ইকবাল হোসেন, বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে মো. সুলতান ফরাজী।

নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নে আবদুল কাদির, খিদিরপুর ইউনিয়নে মো. মাহবুবুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়নে এমদাদুল হক আকন্দ, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর ইউনিয়নে আব্দুল্যাহ মো. কামাল উদ্দিন, রামগতি চর আলগী ইউনিয়নে জাকির হোসেন চৌধুরী, রামগতি বড়খেরী ইউনিয়নে মো. আলতাফ হোসেন (ফরহাদ), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে তসলিম ইকবাল চৌধুরী, কুমিল্লার বরুডা উপজেলার শাকপুর ইউনিয়নে মো. আব্দুল মালেক, ভাউকসার ইউনিয়নে আহম্মেদ জামাল মাসুদ।

অন্যদিকে জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় মো. সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ