• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন |

পাকিস্তানে মসজিদের পাশে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে অনেকেই। শুক্রবার (১২ মে) বালোচিস্তানের কোয়েটা শহরের মুসতাঙ এলাকায় নামাজের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনেটের ডেপুটি চেয়ারম্যান মওলানা গফুর হায়দারি। যদিও তার আঘাত খুব গুরুতর নয়। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরই তাকে ছেড়ে দেয়া হয়।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নামাজ চলাকালীন মুসতং এলাকায় অবস্থিত একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল হায়দারির কনভয়। তখনই বিস্ফোরণটি ঘটে। সন্দেহ করা হচ্ছে, হায়দারিকে হত্যা করার জন্যই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

মুসতাংয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, মওলানা আবদুল গফুর বিস্ফোরণে আহত হলেও আপাতত আশঙ্কার কোন কারণ নেই। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কোয়েটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোটা এলাকা ইতোমধ্যে ঘিরে রেখেছে পুলিশ। এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। একজন ফিদায়েঁ জঙ্গি এসে গাড়িতে ধাক্কা মারে। তারপরেই বিস্ফোরণটি ঘটে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ