• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন |

ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। টস জিতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
বার্মিংহামের এজবাস্টনে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।
বার্মিংহামের এজবাস্টনে আজ মাঠে নামার আগে মাশরাফিবাহিনী আত্মবিশ্বাসী করে তুলছে ২০০৭ বিশ্বকাপ। যেখানে টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আবার ভাবনায় আছে ঘরের মাঠে ২০১৫ সালের সিরিজ জয়ও। দুর্দান্ত খেলে দাপটের সঙ্গে দেশের মাটিতে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় টাইগাররা।
এ ছাড়া ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে ভারতের কাছে হারের পর ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই প্রায় যুদ্ধাবস্থা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১ রানে ভারতের জয় এ উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরও। এবার সেমিফাইনালে ভারতকে হারিয়ে সেই হারের প্রতিশোধের সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে রাখার পাশাপাশি সাকিব-রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট জয় ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করে ভারত। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েও দুর্দান্ত প্রতাপে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারতীয়রা। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিংরা। আর বল হাতে ভুবনেশ্বর, বুমরা, যাদবরাও আছেন দুর্দান্ত ফর্মে। এর মধ্যে প্রস্তুতি ম্যাচে আছে এই মাঠেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর স্মৃতি।
পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এ দুই দল। এর মধ্যে ভারত ২৬টি এবং বাংলাদেশ ৫টিতে জয় পেয়েছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ