• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন |

শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ

সিসি নিউজ : দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ২৫ জুলাই থেকে ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগ্রহের কাজ চলবে ৯ আগস্ট পর্যন্ত। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। সচিব জানান, ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক ভোটার হওয়ার যোগ্য কিন্তু বিভিন্ন কারণে হতে পারেননি কেবল তাদের ভোটার করা হবে। সে হিসেবে এ ধাপে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

ইসি সচিব জানান, এসব নাগরিকের নিবন্ধনের কাজ চলবে ২০ আগস্ট থেকে ২২ অক্টোবর (ঈদুল আযহা, দূর্গাপূজা (বিজয়া দশমী) ছুটির দিনগুলো ব্যতীত) পর্যন্ত।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি ৩৬৫ দিনই ভোটার হওয়া যায়। যেকোনো দিন যেকোনো লোক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন। এ কাজ করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি,’ যোগ করেন সচিব

ইসির তথ্যমতে, দেশে বর্তমানে ১০ কোটি ১৮ লাখ ভোটার রয়েছে। ২০১৮ সালের ৩০ অক্টোবরের পর শুরু হবে নির্বাচনের সময় গণনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ