• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন |

যাত্রীদের ছাদে ভ্রমণ না করার আহ্বান সেতুমন্ত্রীর

সিসি নিউজ : ঈদে ঘরমুখো মানুষকে ট্রাক-বাসের ছাদে ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রংপুরে ট্রাক উল্টে ছাদে থাকা ১৬ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি এই আহ্বান জানান।
আজ শনিবার গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রংপুরে আর্থ-সামাজিকভাবে নিম্ন আয়ের মানুষেরা খরচ বাঁচানোর জন্য সিমেন্টবাহী ট্রাকে উঠেছিলেন।
মহাসড়ক পরিদর্শনের পর মন্ত্রী আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারা দেশের সড়ক পরিস্থিতি ভালো রয়েছে।
এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আগেকার যে কোনো সময়ের চেয়ে মহাসড়কে যাত্রার মান এবারে ভালো। ভোগান্তি কম। ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলে চন্দ্রায় যে দীর্ঘ জট লেগে থাকত, গত ১০ বছরের চেয়ে এবার সেটা কম।’
তিনি বলেন, ‘আজও অনেক জায়গায় রাস্তায় কিছুটা ধীরগতি আছে। এটা অতিরিক্ত চাপের কারণে। আশা করি, জনগণ সেটা মেনে নেবে।’
অতিরিক্ত ভাড়া ও ট্রিপ না নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ট্রিপ নেয়ার জন্য গাড়ি স্পিডে চালানো থেকে বিরত থাকুন। গাড়ি চালনায় আরও সতর্ক হোন।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন ও সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবিএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ