• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২১ অপরাহ্ন |

বরিশালে মির্জা ফখরুলের সামনে হাতাহাতি

সিসি ডেস্ক: বরিশালে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থাপনা নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই হাতাহাতি করেছে দুটি পক্ষ। এ ঘটনায় নেতাকর্মীদের ওপর বেশ ক্ষোভ ঝেড়েছেন ফখরুল।

বুধবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার হলে এ ঘটনা ঘটে। এ সময় ফখরুল নেতা-কর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনের পর আলোচনা সভা শুরু হয় অশ্বিনী কুমার হলে। এ সভায় উপস্থাপনা করছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন। কিছুক্ষণ পরেই বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স সেখানে হট্টগোল বাঁধান। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার পরিস্থিতি শান্ত করলেও বাইরে বের হয়ে আবারো দুই পক্ষ হাতাহাতি করে।

এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শাহীন বলেন, ‘বাবুগঞ্জের প্রিন্সের সাথে তসলিমের কথা কাটাকাটি নিয়ে একটু ঝামেলা হয়েছে।’ বিষয়টি তেমন বড় নয়।

এ সময় বক্তৃতা দেয়ার সময় মির্জা ফখরুল সরকারের বিভিন্ন সমালোচনার পাশাপাশি দলের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, ‘দলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।

‘নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই, তবে এমন কোন কাজ করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। এতে আপনাদেরই ভাবমূর্তি নষ্ট হবে। আমাদের নিজেদের মধ্যে যাতে বিতর্ক সৃষ্টি না হয় সে কথা মাথায় রাখতে হবে’-নেতা কর্মীদের শৃঙ্খলা রক্ষার তাগিদ দিয়ে বলেন ফখরুল।

ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ