• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন |

যাদের হাতে ক্ষমতা, তারাই বেশি দুর্নীতি করে- অর্থমন্ত্রী

সিসি নিউজ: আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যাদের হাতে ক্ষমতা আছে তারাই বেশি দুর্নীতি করে। আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে। এভাবে চলতে পারতো না, যদি না মানুষ ঘুষ না দেয়। দুর্নীতি দমন ও অপসারণে আমাদের শক্তিশালী একটি কমিটি আছে। আমাদের এই কমিশন অসম্ভব শক্তিশালী। আট থেকে ১০ বছরের মধ্যে সব ধরনের দুর্নীতি চলে যাবে। আজ সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে ‘দুদক হট লাইন ১০৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা এখন সব ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে জড়িয়ে গেছি। ফলে প্রযুক্তির মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। দুর্নীতি দমনের শ্রেষ্ঠ উপায় প্রযুক্তির সঠিক ব্যবহার। যে কোনো দুর্নীর তদন্ত করবেন ভালো করে, তবে জিহাদী হবেন না। মনে রাখতে হবে, পাবলিক সার্ভিসে যা করা প্রয়োজন সেটাই করতে হবে। অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না।

দুর্নীতি দমন কমিশনের আজকের উদ্বোধন অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ