• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন |

ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ব্রাভো

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি ব্রাভোর অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। আসন্ন আসরের শুরু থেকে খেলতে পারবে না ব্রাভো। দল প্লে-অফ উঠলেই কুমিল্লার জার্সি গায়ে মাঠ মাতাবেন ব্রাভো।
গত আসরে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন ব্রাভো। তার অলরাউন্ডার নৈপুণ্যে গেল আসরে শিরোপা জয় করেছিলো ঢাকা। ১৩ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেছিলেন ব্রাভো।

ব্রাভো ছাড়াও পাকিস্তানের শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র, শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং আফগানিস্তানের দুই তারকা খেলোয়াড় মোহাম্মদ নবী ও রশিদ খানকে দলে নিয়েছে কুমিল্লা। এবার কুমিল্লা দলের আইকন খেলোয়াড় হলেন বাংলাদেশ জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। গেল আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৭৬ রান করেছিলেন তিনি।

গেল দুই আসরে কুমিল্লাকে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মর্তুজা আসন্ন টুর্নামেন্টে রংপুর রাইডার্সের আইকন খেলোয়াড়। আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ