• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন |

আব্দুল জব্বারকে নিয়ে অপবাদ: পরিবারের ক্ষোভ

বিনোদন ডেস্ক: ‘আমাকে সবাই ১ টাকা করে সাহায্য দিন’-শিল্পী আব্দুল জব্বারের নামে ব্যবহার করা এমন শিরোনামে বেশ কয়েকটি সংবাদ দেশের প্রায় সব গণমাধ্যমে দেখা গেছে। এছাড়া এ রকম আরও কিছু সংবাদ প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে! এসব বক্তব্য ও সংবাদগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা বলে দাবি করেছেন আব্দুল জব্বারের ছেলে বাবু জব্বার। দেশবরেণ্য এই গায়ক কখনোই কারও কাছে এমন কথা বলেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে বাবু জব্বার বলেন, ‘এটা একটা অপবাদ। একজন শিল্পীকে নিয়ে এমন অপবাদ করা সত্যিই দুঃখজনক, এটা অপরাধও। বাবা কেন এমনভাবে টাকা চাইবেন? এভাবে আমাদের টাকার দরকার নেই। বাবা দেশের সেরা শিল্পীদের একজন। তিনি তো কাউকে এভাবে বলেননি। বাবাকে নিয়ে অপবাদ সৃষ্টি করা হয়েছে। আমাদের এমন অপবাদ থেকে বাঁচান।’
তিনি আরও বলেন, ‘অনেকেই সাংবাদিক পরিচয়ে আসেন। বাবার সঙ্গে কথা বলতে চান। আমি তো ‘না’ করতে পারি না। হয়তো কেউ বাড়িয়ে এটা করেছেন। তবে বাবা এমন কথা বলেননি। আমরা সরকারি সহায়তা পাচ্ছি। বাবা কেন এভাবে বলতে যাবেন।’
উল্লেখ্য, কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের দুটি কিডনিই নষ্ট। তিনি নিয়মিত ডায়ালাইসিস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ