• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন |

সৈয়দপুরে বন্যা দুর্গতদের পাশে ‘টিফিন’

সিসি নিউজ: সৈয়দপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো একদল শিক্ষার্থীর গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “টিফিন”। . সে দলটির সদস্যরা নিজেদের প্রতিদিনকার টিফিনের টাকা একটু আধটু করে বাঁচিয়ে ইতোমধ্যে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবার তাদের লক্ষ্য বন্যা দূর্গতদের মাঝে একটু হলেও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। এ লক্ষ্যে তার বেশ কিছুদিন ধরে নিজেরা যতোটা সম্ভব অর্থ সংগ্রহ করে বন্যা দূর্গত ১৬২টি পরিবারের জন্যে ত্রাণের ব্যবস্থা করে। তাদের ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, টোস্ট, চিড়া, গুর, গ্যাসলাইট, মোমবাতি, খাবার স্যালাইন, প্যারাসিটামল ও লাইফবয় সাবান। .

টিফিন পরিবার বন্যা কবলিত সৈয়দপুর উপজেলার বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষন করে। এসময় তারা উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দক্ষিণ পাড়া, জুম্মারপাড়, উত্তরপাড়া, তেলীপাড়া সহ ১৫ টি গ্রামে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করে। .

এসময় সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের শিক্ষক হাফিজুর রহমান খান, শাহজালাল ব্যাংকের (ঠাকুরগাঁও ব্রাঞ্চ) জেনারেল ম্যানেজার কামরুল হাসান শামীম, লেকচারার নুর-উদ সাফিক সরকার, চওড়া বাজারের স্থানীয় চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেন উপস্থিতি থেকে বর্নাতদের মাঝে ত্রাণ তুলে দেন। .

টিফিনের সদস্য আসাদুজ্জামান আসাদ বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় টিফিনের আহবানে সাড়া দেওয়া বর্ণ এডমিশন কেয়ারের পরিচালক সাইফুর রহমান ও সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওনক জাহানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গের বাশিন্দারা। এ অঞ্চলের বাশিন্দাদের পৃষ্ঠপোষকতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে”। . টিফিনের অপর এক সদস্য সুমি আক্তার লাবনী জানায়, “আমরা যে পরিমাণ ত্রাণ দিয়েছি, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। তারপরও আমরা চেষ্টা করেছি বন্যায় আক্রান্ত মানুষগুলোর মুখে একটু হলেও হাসি ফোটানোর”। . এসময় আরো উপস্থিত ছিলেন টিফিনের সদস্য কুরবান, মেহেদী, জনি, রিফাত, নিলয়, কনক, নয়ন, দুলাল, রিয়া, মুসফিক, আকাশ, অংকন, হৃদয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ