• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন |

জিয়া বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে- খালিদ

সিসি নিউজ: পঁচাত্তর পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার সন্ধায় দিনাজপুরে বিরল উপজেলার ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে খালিদ মাহমুদ চৌধূরী বলেন, ‘বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চা করতে হবে। পঁচাত্তর পরবর্তী সময়ে খুনি জিয়া বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে। প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি।’
তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জাতি হিসেবে আমরা কলঙ্কমুক্ত হয়েছি। সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাবে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘ত্রিশ লাখ শহীদের রক্ত ও ৫ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করা হবে। একটি আধুনিক, শিক্ষিত দেশ উপহার দেবে আজকের এই নতুন প্রজন্ম।’
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মোফাচ্ছেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, ১০ নং রানীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আযমসহ অন্যরা বক্তব্য রাখেন।
এর আগে রানীপুকুর ইউনিয়নের জগৎপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে যান খালিদ মাহমুদ চৌধুরী। সেখানে বন্যার্তদের খোঁজ-খবর নেন ও ত্রাণ বিতরণ করেন। এছাড়াও ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়ণে সংশ্লিষ্টদের জোর তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ