• সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
ফুলবাড়ীতে চারটি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন সৈয়দপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিসহ একজন গ্রেপ্তার টয়লেটে ৬ ঘন্টা আটকা প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব কিশোরগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ফুলবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কারাগারে সৈয়দপুরে জীবন্ত প্রাণি দিয়ে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড  চীনা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শি-ইনের আগ্রাসী বাজার কৌশল, পোশাক রপ্তানি খাতে উদ্বেগ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে সৈয়দপুরে এলেন জাপান প্রবাসী

বেরোবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

বেরোবি: রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতা হাদিউজ্জামান হাদী এবং ইমতিয়াজ বসুনিয়াকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কমসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৮ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হাদিউজ্জামান হাদী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সিএসই বিভাগের সাবেক শিক্ষার্র্থী। অন্যদিকে ইমতিয়াজ বসুনিয়ার পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং শহীদ মুখতার ইলাহী হল শাখার সভাপতি (সাময়িক বহিস্কৃত)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম খলিল আপনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রলীগের বিভিন্ন বিভাগ ও হল শাখা নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফয়সাল আজম ফাহিন তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এমন নৃশংস হামলা মেনে নেওয়া যায়না। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা প্রশাসনের দায়িত্ব। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি।
বক্তারা অভিযোগ করেন কোন এক প্রভাবশালী মহলের ইঙ্গিতে এই হামলা হয়েছে। তাই মামলা করতে গেলেও তা রেকর্ড করা হচ্ছেনা। এসময় অতিদ্রুত এমন ন্যক্কারজনক হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
এতে আরও বক্তব্য রাখেন ওবায়দুল হাসান কনক, সবুজ, তুষার মিয়া, জসিদুল ইসলাম জসিম, আতাউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ