• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন |

সৈয়দপুর ছাত্রলীগ কি জেলা ছাত্রলীগের প্রাকটিক্যাল এলিমেন্ট ?

।। জোবায়দুর রহমান শাহীন ।।

সৈয়দপুর ছাত্রলীগ কি জেলা ছাত্রলীগের প্রাকটিক্যাল এলিমেন্ট ‘গিনিপিগ বা কুনোব্যাঙ’ যে যখন খুশি ল্যাবরেটরিতে চিৎ করে ফেলে হাত-পায়ে আলপিন বসিয়ে Biology Box দিয়ে ব্যবচ্ছেদ করবে। অথবা হানিম্যানের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যে, ডোজ কম-বেশী করে দেখবে ব্যাধি সারে নাকি বাড়ে?
প্রশ্ন করার অধিকার রাখি এ জন্যে যে, আগ্নেয়গিরির লাল শিখা আর শান্তির পতাকাবাহী এ সংগঠন আমিও করেছিলাম।
প্রশ্ন করার অধিকার রাখি এ জন্যে যে, আমার কৈশোরের উচ্ছাস, তারুন্যের উদ্দিপনা আর যৌবনের ভালবাসা ‘ছাত্রলীগ’।
প্রশ্ন করার অধিকার রাখি এ জন্যে যে, আমার রক্তমাংসের অনুভবে ‘ছাত্রলীগ’।
প্রশ্ন করার অধিকার রাখি এ জন্যে যে, সংগঠনের ‘নেতৃত্ব’ কি হবে অবস্থাটা যখন পুলিশ বাহিনীর আইজি অফিস অথবা আমলাদের সচিবালয়ে ফাইল চালাচালির অবস্থায় পরিনত হয়েছে।
প্রশ্ন করার অধিকার রাখি এ জন্যে যে, যখন দেখি আর গঠনতান্ত্রিক ভাবে কোন কিছুই হচ্ছে না। যা কিছু হচ্ছে রাজনৈতিক ফতোয়াবাজির মত করে। অবস্থাটা এমন হয়েছে যে, কোন একটা ওহি নাযেল হওয়ার অপেক্ষা করছে সকলে।
কেন এই অপেক্ষা ?
এ জনপদে কি জরুরি অবস্থা বিরাজ করছে ? না কি মিয়ানমার, পশ্চিমতীর অথবা গাজা উপত্যকার অবস্থা বিরাজ করছে ? কেন? কেন ?
কেন সমাধান হচ্ছে না সংগ্রামীদের সাহসী পাঠশালা ছাত্রলীগ’র এই পেন্ডিং কমিটির ? ? ?

লেখক: যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সৈয়দপুর পৌর শাখা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ