• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন |

বাংলাদেশকে উড়িয়ে দিল আফগান যুবারা

খেলাধুলা ডেস্ক : সিলেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৭৫ রানে অল আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ২ জন ব্যাটসম্যান পার হতে পেরেছেন দুই অঙ্কের দরজা। আর ৭৬ রানের এ লক্ষ্য মাত্র ১৭.২ ওভারেই পৌঁছে যায় আফগান যুবারা। অথচ ১৪৫ রানের বিশাল জয় দিয়েই সিরিজ শুরু করেছিল যুবা টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খোঁড়াতে থাকে যুবারা। উইকেট পতনের মিছিলে যোগ দিয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অধিনায়ক সাইফ হাসান (২২) ও মাহিদুল ইসলাম ভুঁইয়া (২৫) ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি। আফগানিস্তানের পক্ষে নাভিন উল হক মুরাদ ২৪ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট পেয়েছেন তারিক স্টানিকজাই।

৭৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি আফগানিস্তান যুবারাও। মাত্র ১২ রানেই ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা। এরপর দলীয় ৩৪ রানে আফগানরা চতুর্থ উইকেট হারায়। তবে পঞ্চম উইকেটে দারওয়াইশ আব্দুর রসুল ও নিসারুল হক ওয়াহদাতের ৪১ রানের জুটিতে জয় নিশ্চিত করে দলটি। জয় থেকে মাত্র ১ রান দুই কাজী অনিকের বলে আউট হন নিসারুল। তবে তাতে লাভ হয়নি কিছুই। ইকরাম আলি খেলকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন রসুল। ৩৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন এ আফগান। বাংলাদেশের পক্ষে ২১ রানের খরচায় ২টি উইকেট পান নাঈম হাসান।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সিরিজের চতুর্থ ওয়ানডেটি ৪ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ