• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন |

৫’শ পরীক্ষকের বিরুদ্ধে খাতা দেখায় অনিয়মের অভিযোগ

সিসি নিউজ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পাঁচ শতাধিক পরীক্ষকের খাতা দেখায় অবহেলা এবং অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে তাদেরকে শোকজও করা হয়েছে। এসব পরীক্ষককে কালো তালিকাভুক্ত করে এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক।
প্রতিবছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার খাতা দেখায় অনিয়ম এবং অবহেলার অভিযোগ আসে । শিক্ষকের অবহেলায় অনেক শিক্ষার্থীরই ফল বিপর্যয়ের মত ঘটনাও ঘটে। আগের বছরগুলোতে এসব অভিযোগের সুরাহা না করলেও এবার শিক্ষা মন্ত্রণালয়ের টনক নড়েছে।
এ বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে ১০টি শিক্ষাবোর্ডের পাঁচ শ’র বেশি পরীক্ষকের বিরুদ্ধে খাতা দেখায় অবহেলার প্রমাণ মেলে।
দোষী শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি এবং তাদের এমপিও বাতিল করার পদক্ষেপ নিতে যাচ্ছে মন্ত্রণালয়।
শিক্ষকরা বলছেন, পরীক্ষার খাতা দেখার যথেষ্ট সময় পান না তারা। পরীক্ষক নিয়োগেও যথেষ্ট সতর্কতা মানা হয় না।
এখন থেকে সব বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে আলাদা কমিটি গঠন করে পরীক্ষকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তও নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ