• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন |

ছাতকে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের কমিটি গঠন

ছাতক প্রতিনিধি: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ছাতক উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ছাতক উপজেলা শাখার আহ্বায়ক সুবিনয় আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক আজিজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুদাচ্ছির আলম সুবল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর খানূ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদারূ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা সহ- সভাপতি শফিকুর রহমানূ আশরাফুল হক, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজু সরকারূ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক দেবব্রত সাহাূ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রিপন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলমাছ আলী এবং গীতা পাঠ করেন কমল কান্ত রায় তালুকদার। ইসলামি সঙ্গিত পরিবেশন করেন আবদুল মুহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন শান্ত। সভায় সর্ব সম্মতিক্রমে এলপি উচ্চ বিদ্যালয় লাকেশ্বরের প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমান কে সভাপতিূ মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবিনয় আহমদ কে সাধারণ সম্পাদক ও দশঘর রাজ্জাকিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাসির উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কর হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি মইনুল হক মুমিন, নুরুল আলম সেলিম, আশরাফুল হক, রফিকুল হক, নুরুজ্জান সেলিম। সহ সাধারণ সম্পাদক আবাব মিয়া, নাজিম উদ্দিন শান্ত ও আবদুল কাদির। সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, তারেক আহমদ, অর্থ সম্পাদক আবু খালেক, সহ অর্থ সম্পাদক আলী আকবর। প্রচার সম্পাদক শাহিন আলম, সহ প্রচার সম্পাদক হারুনুর রশিদ। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোলায়মান হোসেন কাজল, সহ আবুল কাশেম, দপ্তর সম্পাদক আবদুল আওয়াল, সহ দপ্তর সম্পাদক মোনায়েম খান, আন্তর্জাতিক সম্পাদক আওলাদ হোসেন, সহ আন্তর্জাতিক রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুন নুর, মহিলা বিষয়ক সম্পাদিকা রিনা বেগম, শিক্ষা সম্পাদক সায়দুল হক, ধর্ম সম্পাদক আবদুল মুহিত, ক্রিড়া সম্পাদক বিপ্লব রঞ্জন, সহ ফারুক আহমদ, রইছ আলী, সমাজ কল্যাল সম্পাদক আবদুল ওয়াহিদ, পাঠাগার সম্পাদক আতিক আহমদ, সহ পাঠাগার সম্পাদক কল্যাণ ব্রত দাশ। সভায় ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কেন্দ্রিয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে যোগ দিতে সকল শিক্ষক নেতারা একমত পোষণ করেন। অনুষ্ঠানে উপজেলার স্কুল, মাদরাসাসহ ৩৬টি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
ছাতকে প্রতিপক্ষের হামলায় রহিম উদ্দিন (৪০) নামের এক যুবক আহত হয়েছে। সে সিংচাপইড় ইউপির খাসগঁও গ্রামের মফিজ আলীর পুত্র। শনিবার দুপুরে খাসগাঁও পয়েন্টে এঘটনা ঘটে। ৫নং ওয়ার্ড মেম্বার করম আলী জানান, আহত রহিম উদ্দিন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে জাউয়া বাজার যাবার পথে কতিপয় লোক তার হামলা করে আহত করেছে। এসময় তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে তিনি জানান।

ছাতকে বটেরখালে অজ্ঞাত লাশ
ছাতকের গোবিন্দগঞ্জ বটেরখাল ব্রিজের পাশে লাল টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত অজ্ঞাত লাশ ভেসে গেছে। শনিবার স্থানীয় লোকজন এ লাশটি দেখতে পান। প্রায় ৪০বছর বয়েসি এ লাশের কোন নাম পরিচয় জানা যায়নি। নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা ইউপি পরিষদ ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন
সুনামগঞ্জ জেলা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কমিটি গঠন ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সুনামগঞ্জ পৌর শহরস্থ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের নবনির্বাচিত ৪৭সদস্য বিশিষ্ট জেলা পূর্নাঙ্গ কমিটি অনুমোদন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি কোরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদের পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সহ-সভাপতি করুণা সিন্ধু তালুকদার , কবিতা দাশ, মাসুদ মিয়া, শাহ আবু ইমানী, মুজিবুর রহমাম। যুগ্ম সম্পাদক সাজ্জাদ মাহমুদ তালুকদার, মিজানুর রহমান জিতু, বিল্লাল আহমদ, আলহাজ্ব এম এ বারী, তারণ্য রানী সুত্রধর। সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রনজিত চৌধুরী রাজন, রফিকূ আবুল হাসনাত, দুলাল মিয়া, মনির উদ্দিন, রেজওয়ান মিয়া, আং ছত্তার। অর্থ সম্পাদক আব্দুল হাই, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা খাতুন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধান চন্দ্র তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক আকতার হুসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকলেছ আলী, ক্রীড়া সম্পাদক এরশাদ আলী, আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হক, আন্তর্জাতিক সম্পাদক আবু হেনা আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সামছুল ইসলাম। কার্যকরি সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম, আব্দুল ওয়াদুদ, ফেরদৌস, নুরুল হক, আমিরুল হক, প্রবীর বিপ্লব তালুকদার, মাষ্টার আওলাদ হুসেন, ফুল মিয়া, খছরুল আলম, আব্দুল মান্নান, নজরুল ইসলাম মানিক, ফরিদ মিয়া, আব্দুল কাইয়ুম। উল্লেখ্য গত ২৫সেপ্টেম্বর ফোরামের দু’সদস্যের কমিটি অনুমোদন দেয় ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ