• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন |

ব্রাহ্মনবাড়িয়া শহরে অদ্ভুত গরু!

সিসি ডেস্ক: গরু, সে তো গৃহপালিত পশু। কিন্তু না…। ব্রাহ্মণবাড়িয়ায় একটি গরুর বিচরণ শহরজুড়ে। ঘাস নয়, খাবারের পাতে তার চাল, চিড়া, মিষ্টি ও ফলমূল। রোজ বীরদর্পে ঘুরে বেড়ানো, মালিকবিহীন গরুটি এখন স্থানীয়দের বন্ধু।

কপালে রাজটীকা। চালচলনেও রাজকীয় ভঙ্গিমা। আর তাই,  কেউ গরুটিকে আদর করে ডাকেন সম্রাট নামে, কেউবা মহাদেব। দিনভর বীরদর্পে চষে বেড়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিগলি। কিন্তু, ভোজনবিলাসী সম্রাটকে কী আর ঘাস খাওয়া মানায়…! প্রতিদিন তার চাই… চাল, চিড়া, ভূষি, মিষ্টি, ফলমূল আরো কতো কী!

স্থানীয় সনাতন ধর্মবলম্বীরা জানায়, শিব চতুর্দশীর সময় তিতাস নদীর তীরে কাল ভৈরব নাট মন্দিরে গরুটির জন্ম। মন্দির কর্তৃপক্ষ দাবিদাওয়া ছেড়ে দেয়ায়, বাঁধন মুক্ত হয়েই বেড়ে ওঠে এই শহরে। দিনের একটা নির্দিষ্ট সময়ে খাবারের সন্ধানে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায়, তারপর বেলা শেষে ফিরে আসে এই মন্দিরে।

বেওয়ারিশভাবে ঘুরে বেড়ানো তরতাজা এই গরুটির দিকে দুষ্ট লোকের নজর পড়েছিলো দুএকবার।  কিন্তু, ব্রাহ্মনবাড়িয়া শহরের মানুষের ভালোবাসা আগলে রেখেছে তাকে।

উৎস: চ্যানেল২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ