• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন |

হাবিপ্রবি’র স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৫১ প্রতিযোগি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৬ অক্টোবর ২০১৭ রবিবার শেষ হয়েছে। স্নাতক পর্যায়ে ৭টি ইউনিটে ১৯৯৫টি আসনের বিপরীতে ১ লক্ষ ১ হাজার ৬২৩টি আবেদনপত্র জমা পড়েছে। প্রতি আসনে ৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করবে। ‘এ’ ইউনিটে ২১ হাজার ৮০৭ জন, ‘বি’ ইউনিটে ১৯ হাজার ১৯৪ জন, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৬৪৯ জন, ‘ডি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৮ জন, ‘ই’ ইউনিটে ১ হাজার ৬৫৭ জন, ‘এফ’ ইউনিটে ১০ হাজার ৮১৪ জন, ‘জি’ ইউনিটে ১৮ হাজার ৬৪ জন আবেদন করেছে। আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উলে¬খ্য, যে সকল শিক্ষার্থী আবেদন করেছে কিন্তু আবেদন ফি এখনও জমা দিতে পারেনি তারা আগামী ১৮ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ