• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন |

`বাহে কাঁচা বাজারোত আগুন নাগছে’

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: শহিদুল ইসলাম(৬৮)। বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামে। তিনি এসেছেন সবজি বাজারে। বাড়ি ফেরার পথে কথা হয় তার সাথে,তিনি জানান, কাঁচাবাজার আসি বাবা মোর মাথা খারাপ হয়্যা গেইছে। কি খাইবেন, সউক জিনিষের দাম বেশি বাহে ! পোটোল (পটল) কিননু ৫০ টাকাত,পিঁয়াজের গায়োত তো হাতে দেওয়া যাওচে না।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত সবজি থাকার পরও সব সবজির দাম আকাশ ছোঁয়া। বেগুন-৪০টাকা, ফুলকপি-৫০টাকা,বাঁধাকপি-৫০টাকা, সিম-১শত টাকা, পিঁয়াজ দেশি-৮০টাকা, ইন্ডিয়ান-৬০টাকা, আলু -২৫টাকা, শশা-৪০টাকা, রসুন-১শত টাকা, আদা-১৫০টাকা, কাঁচা মরিচ -১৫০শত টাকা, ধনে পাতা-১৫০শত টাকা কেজি দরে এবং প্রতি আঁটি শাক ১০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মাছ মাংসের বাজার বেশ চড়া।

কথা হয় সবজি বাজারে আসা পৌরশহরের বালুয়াভাটা মহল্লার বাসিন্দা রেজাউল ইসলামের সাথে,তিনি জানান, সব ধরনের সবজির দাম অনেক বেশি।

তিনি আরও জানান,অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করা উচিত কথা হয় সবজি বাজারে আসা অপর ক্রেতা মাহাফুজ ওয়াহিদ চয়ন জানান, কাঁচাবাজারে ৫শত টাকা নিয়ে যাওয়া এখন বোকামি ছাড়া কিছুই নয়।

তিনি আরও জানান, মধ্যস্বত্বভোগিরাই ফায়দা লুটে নিচ্ছে,আর বঞ্চিত হচ্ছে কৃষক আর ভোক্তারা।

কাঁচামাল ব্যবসায়ি শাহিন মিয়া জানান, বেশি দাম দিয়ে কিনতে হয় বিধায় সব রকমের সবজির বাজার বেশ চড়া।

তবে তিনি আশা প্রকাশ করেন অচিরেই দাম নাগালের মধ্যে আসবে।

বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, বন্যার কারনে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় দাম অনেক বেশি। কৃষকরা নতুন করে সবজি ক্ষেত তৈরি করেছেন। আশা করছি ওই সমস্ত সবজি বাজারে আসা মাত্র দাম নাগালের মধ্যে এসে যাবে।

বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুবর রহমান জানান, নতুন উঠেছে শীতের সবজি, এ কারনে দাম বেশি। তাছাড়া গত বন্যায় সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের উৎসাহ দিচ্ছি সবজি ক্ষেত তৈরিতে। আশা করছি শীঘ্রই সবজির দাম কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ