• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন |

ফের বাড়লো সোনার দাম

সিসি নিউজ, ২৬ নভেম্বর: দুই মাসের ব্যবধানে আবারো বাড়লো সোনার দাম। আজ রবিবার থেকে এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের প্রতি ভরি সোনা ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে। অন্যান্য মানের সোনার দাম বাড়ছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত।

বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে দেশেও সোনার দাম বাড়ানো হয়েছে।

শনিবার পর্যন্ত সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনা ৪৭ হাজার ৮২২ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হয়েছে ২৫ হাজার ৩৪৭ টাকায়।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের সোনার দাম দেড় হাজার টাকার বেশি বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। ১৩ আগস্ট সব ধরনের সোনার দাম একই হারে বাড়িয়েছিল বাজুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ