• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২০ অপরাহ্ন |

নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইনের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি, ২৩ ডিসেম্বর: সারাদেশের মতো এক যোগে নীলফামারীতে ভিটানি এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় পর্যায় এর শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার সকার ৯টার দিকে নীলফামারী পৌরসভা স্বাস্থ্য বিভাগের আয়েজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশসক মোহাম্মদ খালেদ রহীম।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান উপস্থিত ছিলেন।
ডসভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, জেলার ৬ উপজেলার ৬১টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় মোট ৬০টি কেন্দ্রে দুই লাখ ৬৮ হাজার তিনশ ছয় জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে একশ ৮৯জন সুপারভাইজার ও তিন হাজার দুইশ ২০জন স্বেচ্ছাসেবক দায়িত্বে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ