• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন |

চিন্ময় কুমার হাওলাদারের কবিতা “মুখোশ চরিত্র”

মুখে খুব বলি গনতন্ত্র গনতন্ত্র

কিন্তু মানতে বাধ্য করি একক সিদ্ধান্ত।

মুখে বলি আদর্শ ও সততার কথা

প্রতিদিন কু কর্ম করি এ কেমন সততা?

রাস্তায় মিছিল করি দুর্ণীতির বিরুদ্ধে

অথচ নিজেরাই ডুবে আছি দুর্ণীতির মধ্যে।

পরকে উপদেশ দেই ধর্ম পথে চলতে

অথচ ভুলে গেছি নিজেও তা মানতে।

সুযোগ পেলেই অন্যকে দেই উপদেশ

অথচ নিজের মধ্যে নেই জ্ঞানের লেশ।

রাজনীতি, অর্থনীতি সবই আমরা বেশি বুঝি

আসলে আমরা কি তার কিছুই বুঝি?

এই বেশি বুঝের যাতাকলে

দেশটা গেল রসাতলে।

বরং আমরা যদি একটু কম বুঝি

চলি একটু সোজাসুজি।

উপদেশ না দিয়ে জ্ঞানীর উপদেশ নিই

সমাজের, আমার, জাতির ভাল হবে তাতেই।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ