• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন |

নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা

সিসি নিউজ, ৫ ফেব্রুয়ারী: নীলফামারীতে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, দুর্ভোগ বাড়িয়েছে শ্রমজীবী মানুষের। গত ৩ দিন থেকে দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে না সূর্যের মুখ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সৈয়দপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রোববারের চেয়ে তাপমাত্রা শুন‌্য দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস কমে গেছে। ঘন কুয়াশা আর ঠান্ডায় ব্যাহত হচ্ছে বোরো রোপন ও কৃষি জমি তৈরির কাজ। নষ্ট হচ্ছে বোরোর বীজতলা। একটানা কুয়াশার কারণে, আলু ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাক সংক্রমণ।
এদিকে ঘন কুয়াশায় ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৪ ঘন্টা পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই রুটে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। রাতের ট্রেন ২ থেকে ৩ ঘণ্টা এবং নৈশ কোচগুলো ৫ থেকে ৬ ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ