• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন |

নীলফামারীতে চাকুরী মেলা অনুষ্ঠিত

সিসি নিউজ, ২৭ ফেব্রুয়ারী: চাকরীতে প্রবেশগম্যতা নিশ্চিত ও সহজ করতে নীলফামারীতে জব ফেয়ারের আয়োজন করেছে নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে জব ফেয়ার মেলায় জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, আন্তর্জাতিক লেবার অর্গারাইজেশন আইএলও এর বি-সেপ প্রকল্পের গ্রোগ্রাম অফিসার এলেক্সাস চিচাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ভোকেশনাল) সংযুক্ত কর্মকর্তাশিশির কুমার ধর, উত্তরা ইপিজেডের উপ-ব্যবস্থাপক খালেদ মাহমুদ ও নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন আইএলওর বাংলাদেশ স্কিলস্ ফর ইপ্লয়মেন্ট এন্ড প্রডাক্টিভিটি বি-সেফ এর সহযোগীতায় এ মেলার মাধ্যমে আকিজ গ্রুপ, নীলসাগর গ্রুপ, প্রাণ গ্রুপ (আরএফএল), সানিটা সিরামিকস্ ও উত্তরা ইপিজেডের সনিক ও মাজেনসহ মোট ১৪টি চাকরীদাতা প্রতিষ্ঠান চাকরীদাতাদের কাছ থেকে বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ