• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন |

আত্রাইয়ে ফসল রক্ষায় পার্চিং উৎসব অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বোরো আবাদে ফসলের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্চিং উৎসব করা হয়েছে।  বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আত্রাই উপজেলায় এ উৎসব অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলার সাহেবগঞ্জ ব্লকের জয়সাড়া এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপজেলার জয়সাড়া এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় আবাদ করা বোরো ধানের ক্ষেতে শত শত কৃষাণ-কৃষাণী বাঁশ ও গাছের খুঁটি পুঁতে উৎসব পালন করে।
এ সময় জয়সাড়া এলাকায় এ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ কেরামত আলী, স্থানীয় ইউ পি সদস্য মো: সোলাইমান আলী, মো: গোলাম হোসেন, মো: কামরুজ্জামান, মো: বাবলু হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্চিং হচ্ছে ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ পুঁতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজে পাখি বসতে পারে। এতে ফসলের ক্ষতিকর পোকার মথ বা কীড়া খেতে পাখির সুবিধা হয়, সঙ্গে জৈবিকভাবে পোকা দমন হয়। ফলে বালাইনাশক ব্যবহার করতে হয় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। এভাবে জমিতে স্থাপন করা খুঁটি বা ধৈঞ্চার গাছ লাগিয়ে পাখির বসার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে পার্চিং। পার্চিং পদ্ধতিতে ধানের জমিতে পোকা দমন এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ