• সোমবার, ২০ মে ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ফুলবাড়ীতে চারটি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন সৈয়দপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিসহ একজন গ্রেপ্তার টয়লেটে ৬ ঘন্টা আটকা প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব কিশোরগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত ফুলবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কারাগারে সৈয়দপুরে জীবন্ত প্রাণি দিয়ে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড  চীনা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড শি-ইনের আগ্রাসী বাজার কৌশল, পোশাক রপ্তানি খাতে উদ্বেগ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে সৈয়দপুরে এলেন জাপান প্রবাসী

রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ ২০-২৫ মার্চ

সিসি নিউজ, ১৯ মার্চ: বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের লক্ষ্যে এবং সমগ্র দেশে ২০ থেকে ২৫ মার্চ বিশেষ সেবা সপ্তাহ উদযাপন করবে বাংলাদেশ রেলওয়ে। এ উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রণালয়।

কর্মসূচির মধ্যে রয়েছে: ২২ মার্চ বেলা ৩টায় রেলওয়ের ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী, জিআরপি, আরএনবি, ব্যান্ড পার্টি এবং স্কাউট দল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য সোহরাওয়ারর্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় জমায়েত হবেন। পরে বিকেল ৪টায় রেলওয়ের উন্নয়ন সংক্রান্ত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আনন্দ শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান-মৎস্য ভবন-কদম ফোয়ারা-আব্দুল গণি রোড-জিপিও হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করবে। ২০ থেকে ২৫ মার্চ গুরুত্বপূর্ণ স্টেশন/রেলওয়ে ভবন/বিভাগীয় ভবন আলোকসজ্জায় সজ্জিত থাকবে। আজ সোমবার রেল মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বার্তায় গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের উন্নয়ন সংক্রান্ত বুকলেট, লিফলেট, ব্রুশিয়ার বিতরণ করা হবে। সকল গুরুত্বপূর্ণ স্টেশন ও ভবনসমূহে যেখানে বড়/ছোট টিভি স্ক্রিন আছে এবং যেসব ট্রেনের বগিতে টিভি স্ক্রিন আছে সেসব টিভি স্ক্রিনে রেলওয়ের উন্নয়নের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

সকল গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী সেবায় স্কাউটস সদস্যদের নিয়োগ করা হবে। সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনের নির্ধারিত রেক এবং সকল কোচের ভিতরের আসন, ফ্যান, পর্দা এবং টয়লেটসমূহ, সকল বিশ্রামাগার ও প্লাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন ও হকার মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিলা, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীসহ অসুস্থ যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ এবং স্টেশনে আরামদায়ক অবস্থা নিশ্চিত করা এবং ট্রেন ও স্টেশনে ফার্স্ট এইড বক্স সকলের দৃষ্টিগোচরে রাখা এবং এর মধ্যে রক্ষিত ওষুধ ও যন্ত্রসমূহ হালনাগাদ রাখার ব্যবস্থা গ্রহণ। যাত্রীদের টিকিট প্রাপ্তির বিষয়টি দ্রুততার সাথে সম্পন্ন করাসহ টিকিট প্রাপ্তিতে যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, তার প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখা হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ