• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন |

তিন মাসে ১১ মামলা নিষ্পত্তির উদ্যোগ এনবিআরের

সিসি নিউজ, ২ এপ্রিল: উচ্চ আদালতে বিচারাধীন ১১ মামলা তিন মাসে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিসহ চার মোবাইল অপারেটর ও প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে করা মামলায় আটকে আছে আড়াই হাজার কোটি টাকা। এজন্য অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাট।

অর্থবছরের শেষদিকে চাপ বাড়ে রাজস্ব আদায়ে। লক্ষ্যমাত্রা অর্জনে বকেয়া আদায়, ফাঁকি উদঘাটন, মামলা নিষ্পত্তিসহ নানা কৌশল নেয় এনবিআর কর্মকর্তারা।

অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় ৩১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআরের এলটিইউ ভ্যাট। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ ভাগ বেশি। আদায় বাড়াতে উচ্চ আদালতে বিচারাধীন ১১ মামলার দ্রুত নিষ্পত্তি চায় এনবিআর।

কর্মকর্তারা জানিয়েছেন, তিন মামলায় রবির কাছে পাওনা ৬শ ৯৪ কোটি টাকা, ২ মামলায় গ্রামীণ ফোনের কাছে ১ হাজার ৪২ কোটি, বাংলা লিংকের ২ মামলায় ৫শ ৬৬ কোটি, এয়ারটেলের ২ মামলায় ৯৫ কোটি ও প্রিমিয়ার ব্যাংকের ২ মামলায় প্রায় ৩৩ কোটি টাকা। কর্মকর্তাদের অভিযোগ, উচ্চ আদালতে মামলা ঝুলিয়ে রাখতে নানা কৌশল নেয় প্রতিষ্ঠানগুলো।

আয় বাড়াতে সরকারি প্রতিষ্ঠানের বকেয়া রাজস্ব আদায়েও কমিশনারেটগুলোকে নির্দেশনা দিয়েছে এনবিআর।

বোর্ড কর্মকর্তারা জানান, আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে রাজস্ব মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কমিশনারেটগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ