• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন |

লালমনিরহাটে আবারো ভয়াবহ শিলাবৃষ্টি

লালমনিরহাট, ২৫ এপ্রিল : লালমনিরহাটে আবারো ভয়াবহ শিলা বৃষ্টি হয়েছে। এতে উঠতি ইরি বোরো ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টির সাথে টানা ১০-১২ মিনিট শিলা বৃষ্টি আঘাত হানে।

স্থানীয়রা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। দুপুর না গড়াতেই হঠাৎ বাতাসের সাথে শীলাবৃষ্টি শুরু হয়। এ সময় টানা ৭/৮ মিনিট ধরে শীলার আঘাত হানে। এটা কোথাও কোথাও ১০/১২ মিনিট স্থায়ী ছিল। ফলে উঠতি ইরি বোরা ধান ও ভুট্টা ক্ষেত লন্ড ভন্ড হয়ে মাটিতে পড়েছে। নষ্ট হয়েছে চাষি সবজি ক্ষেত। সব মিলে কৃষক পরিবারকে সর্বশান্ত করেছে এ শীলাবৃষ্টি।

এ শীলাবৃষ্টিতে সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় শীলাবৃষ্টির কোনন খবর পাওয়া নি। তবে গত মাসের শেষ দিনের ভয়াবহ শীলাবৃষ্টিতে সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ ছিল এ হাতীবান্ধা উপজেলায়।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, শীলাবৃষ্টির বিষয়ে ইউএনও এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ