• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০০ অপরাহ্ন |

নীলফামারীতে কালবৈশাখীর তান্ডবে ঘরবাড়ী লন্ডভন্ড: নিহত ৩

সিসি নিউজ, ১০ মে: নীলফামারীতে কালবৈশাখীর তান্ডবে ডোমার, ডিমলা ও  জলঢাকা উপজেলার প্রায় ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে!

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে  ওই ঝড়ে জলঢাকার মীরগঞ্জে গাছ পড়ে বিকাশ এজেন্ট ব্যবসায়ী আশিকুর রহমান  এবং একই উপজেলার ধর্মপাল ইউনিয়নে নবজাতক সহ সুরাইয়া আকতার নামে গৃহবধু মারা গেছে।এছাড়া ১০ জন আহত হওয়ার সংবাদ মিলেছে। ঝড়ে উঠতে ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে ওই তিন উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা।
অপরদিকে পার্বতীপুর-চিলাহাটি রেলপথের মির্জাগঞ্জ নামক স্থানে রেললাইনে প্রায় ৪০/৫০টি গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকাগামী নীলসাগর ট্রেনটি আটক পড়েছে। অবশেষে রেললাইন থেকে গাছ সরানোর পর রাত ৩টার পর ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার ইউএনও এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ঝড়ের পরে মুষলধারে বৃষ্টি হওয়ায় এবং গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ