• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন |

সৈয়দপুর পৌরসভার প্রাক বাজেট নিয়ে মতবিনিময়

সিসি নিউজ, ২২ মে: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রাক বাজেট উপলক্ষে স্থানীয় সংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার। মঙ্গলবার (২২ মে) দুপুরে পৌর অধিবেশন কক্ষে পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চলতি ২০১৮-১৯ অর্থ বছরে ১৫০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৭২৭ টাকা আয় এবং সম পরিমাণ টাকা সম্ভাব্য ব্যয় নির্ধারন করা করে প্রাক বাজেটের খসড়া সাংবাদিকদের সামনে তুলে ধরেন পৌর মেয়র। এছাড়া মতবিনিময় সভায় সৈয়দপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি। এর আগে পৌর মেয়র একে একে শহরের গন্যমান্য ব্যবসায়ী, ইমাম, শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষদের সাথে প্রাক বাজেট নিয়ে আলোচনা করেন।
পৌর মেয়র স্থানীয় অধিবাসীদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, শিল্প কারখানাগুলো পৌরসভা এলাকার মধ্যে নির্মাণ করলে হলে প্রথম ৫ বছর কোন হোল্ডিং টেক্স নিবে না পৌরসভা। এছাড়া সৈয়দপুর পৌর কমিউিনিটি সেন্টার নির্মাণ সহ পৌরসভার অর্থয়ানে অত্যাধুনিক সৈয়দপুর পৌর সুপার মার্কেট নির্মানের নকশা তুলে ধরেন। বিশ্ব ব্যাংকের অনুদানেই পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বাধীত হচ্ছে বলে তিনি বিশ্বব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সাংবাদিকের প্রশ্নের উত্তর তিনি বর্তমানে পাঁচ মাথা মোড় এলাকা মাওলানা ভাসানীর নামে পরিচিত করা হবে বলে আশ্বাসও দেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মতামত নিয়ে খুব শীঘ্রই চুড়ান্ত বাজেট পেশ করা হবে বলে জানান পৌর মেয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ