• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারীর দায়ে কর্মচারীর অর্থদন্ড

সিসি নিউজ, ২৩ জুন: সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারীর দায়ে রেলের বেসরকারী প্রতিষ্ঠান সিএনএসের এক কর্মচারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক ওই কর্মচারীকে অর্থদন্ড প্রদান করে।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে একদল পুলিশ আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে কর্মরত রেলের বেসরকারী প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) কর্মচারী সিম্টেম এডমিনর মোকছেদুল ইসলাম ওরফে বিদ্যুৎকে ট্রেনের টিকিট কালোবাজারীর দায়ে আটক করে। এ সময় তার কাছ থেকে আজ শনিবার ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‌নীলসাগর এক্সপ্রেস-এর শোভন চেয়ারের ৭টি টিকিট পাওয়া গেছে বলে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
রাতে আটক মোকছেদুল ইসলামকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ