• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন |

নীলফামারীতে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সিসি নিউজ, ২১ জুলাই: রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন এর নিবন্ধন দেয়ার দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে গণসংহতি আন্দোলন নীলফামারী জেলা শাখা।
গণসংহতি আন্দোলন নীলফামারী জেলা শাখার সংগঠক রেজাউল কবীরের সভাপতিত্বে এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি প্রত্যয়ী মিজান, জলঢাকা উপজেলার আহবায়ক মোছাম্মৎ বেগম আরা, কিশোরগঞ্জ উপজেলার আহবায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা দাবি করে বলেন, র্দীঘ এক যুগ থেকে গণ সংহতি আন্দোলন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে গণ সংহতি আন্দোলন নিবন্ধনের আবেদন করলেও কোন নিরিক্ষা ছাড়াই আবেদনটি বাতিল করে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল নিবন্ধন পুণঃনিরিক্ষা করে গণসংহতি আন্দোলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ