• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন |

রংপুর সিটি’র বাজেট ১৬০০ কোটি টাকা

রংপুর, ৩০ জুলাই: কর বৃদ্ধি ও নতুন কর আরোপ ছাড়াই চলতি অর্থবছরে রংপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের আকার ধরা হয়েছে এক হাজার ৬০০ কোটি টাকা।

রবিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভাকক্ষে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ২০১৮-১৯ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন। এ সময় প্রধান নির্বাহী আখতার হোসেন আজাদ, প্যানেল মেয়র সামসুল হক, কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম, মুনতাসির শামীম লাইকো, আবুল কালাম আজাদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সহ করপোরেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র জানান, এই বাজেটে প্রস্তাবিত রাজস্ব আয় ধরা হয়েছে ৫২ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১১ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৩ লাখ ৭৭ হাজার ৬১৩ টাকা। বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৫৪৭ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ৫৮৯ কোটি টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১৪ কোটি টাকা।

উন্নয়ন খাতের মধ্যে অবকাঠামো খাতে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী হিসেবে ২১০ কোটি টাকা, সরকার প্রদত্ত বিশেষ সহায়তা খাতে ২০০ কোটি টাকা, ডিপিপি-জিওবি খাতে ২১০ কোটি টাকা, এমজিএসপি-২ খাতে ৫০ কোটি টাকা, কাউন্সিলর অফিস নির্মান বাবদ ১৫ কোটি টাকা, সিজিপি জাইকার খাতে ১৫০ কোটি টাকা, শ্যামাসুন্দরী খাল উন্নয়নে ৬০০ কোটি, কেডি ক্যানেল উন্নয়নে ৪০০ কোটি, সোলার লাইট/জলবায়ু উন্নয়ন প্রকল্প/ইউনিসেফ প্রকল্পের খাতে ৪০ কোটি, বৈদেশিক সাহায্য পুষ্ঠ অন্যান্য প্রকল্প খাতে ১৩০ কোটি এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

মেয়র বলেন, বিগত মেয়রের আমলে অবকাঠামো উন্নয়নে ঠিকাদারদের প্রকল্পের জন্য অগ্রীম টাকা দেয়া হয়েছে। এখন ব্যাংক গ্যারান্টির কারনে তাদের জামানত বাজেয়াপ্ত করতে পারছি না। অনেকেই অগ্রীম টাকা নিয়ে চলে গেছে, কাজ করছে না। কাজ শুরু করলেও শেষ করছে না। দুটি ব্রীজ ভেঙ্গে রেখেছে, কাজ করছে না। ১৬ কোটি ৮৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখা হয়েছে। এর মধ্যে ১ কোটি টাকা কিছুদিন আগে আমরা পরিশোধ করেছি। হাইকোর্ট থেকে চাকরি বহাল করে নিয়ে আসার অনেককেই তাদের চারবছরের বেতন ভাতা দিতে হচ্ছে। সবমিলে একটি ভঙ্গুর সিটি করপোরেশন পেয়েছি আমি। সব কিছুকে ঠিকঠাক করে একটি মাস্টারপ্লানের মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পিত নগরী প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ