• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন |

আবারো চালু হলো জিআরপি ক্যান্টিন

সিসি নিউজ, ১ আগস্ট : সৈয়দপুরে পুনরায় চালু হলো রেলওয়ে জেলা পুলিশের ঐতিহ্যবাহী জিআরপি ক্যান্টিন। বুধবার দুপুরে ফিতা কেটে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ রেলওয়ে জেলা সৈয়দপুরের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি (সদর) মোঃ আবুল হোসেন, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, আরআই শাহ আলম, ডাঃ দেলোওয়ার হোসেন, ডাঃ মোঃ সৈয়দ আলীসহ রেল পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং ওই এলাকার ব্যবসায়ীগণ।
জানা গেছে, ক্যান্টিনটি বেসরকারীভাবে পরিচালিত হতো। পরিস্কার-পরিচ্ছন্নতা ও খাবার মান নিয়ে প্রশ্ন ওঠায় কর্তৃপক্ষ ক্যান্টিনটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ঐতিহ্যবাহী এ ক্যান্টিন সবার জন্য উন্মুক্ত। এখানে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল ও মানসম্পন্ন নাস্তা, ভাত ও মিস্টি পাওয়া যাবে এবং অনুষ্ঠানে খাবার সরবরাহের অর্ডার নেয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ